মহাকর্ষ আবিষ্কারের কাহিনী (ছড়া)



নিউটন ছিলো বসে
আপেল গাছের তলে,
একটি আপেল পড়লো খসে-
মহাকর্ষ বলে।

আপেলটা না খেয়ে সে
করলো শুরু চিন্তা;
ভেবে ভেবেই গাছের তলায়,
কেটে গেলো দিনটা।

কেন সবি পরে নিচে,
উপরে না উঠে?
কেন সকল গ্রহ-তারা
বৃত্তাকারে ছোটে?


ভাবতে ভাবতে দিনের পরে
দিন যে কেটে যায়-
তিনটি মাস পরে সে তাঁর
উত্তর খুঁজে পায়।

মহাবিশ্বের সকল কিছুই
নিয়ম মেনে চলে ,
দুইয়ের মাঝে আকর্ষন হয় 
মহাকর্ষ বলে।

এই ভাবেতে মহাকর্ষ সূত্র
প্রকাশ পায়-
গল্প হলো শেষ, আমি
এবার চলি, bye.